গাজী আল ইমরান : রবিবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বেসরকারি গবেষনা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে ২২ মে আন্তজার্তিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে স্মৃতিময় প্রাণ বৈচিত্র ঃ প্রবীণ ও নবীনের শৈশব স্মৃতিকথন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ। শুরুতে ধারণাপত্র পাঠ করেণ বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের এলাকা সমন্ময়কারী পার্থ সারথী পাল।তিনি তার ধারণা পত্র পাঠে বলেন, জাতিসংঘের সাধারন সভার দ্বিতীয় কমিটিতে প্রথম উত্থাপিত হয় ‘আন্তজার্তিক প্রাণবৈচিত্র্য দিবসের’ কথা। ২০০০ সালের ডিসেম্বর মাসে আন্তজার্তিক প্রাণবৈচিত্র্য দিবসের তারিখটি পরিবর্তিত হয়ে ২২ মে নির্ধারিত হয়। ২০১০ সালকে আন্তজার্তিক প্রাণবৈচিত্র্য বর্ষ ঘোষণা করা হয় । ২০১৭ সনের প্রতিপাদ্য হলো, প্রাণবৈচিত্র্য ও স্থায়িত্বশীল পর্যটন। প্রকৃতির ভেতর বিদ্যমান প্রাণের বৈচিত্র্য এবং মানুষের সমাজে বিদ্যমান সাংস্কৃতিক বৈচিত্র্য আজ উভয়েই সংকটের মুখোমুখি। চলমান সংকটের পাশাপাশি বৈশ্বিক উষ্ণতাজনিত জলবায়ু পরিবর্তন প্রাণবৈচিত্র্যের নিশ্চিহ্নকরণ প্রক্রিয়াকে আরো সংকটময় করে তুলছে। এভাবেই নির্বিচারভাবে প্রতিদিন প্রাণবৈচিত্র্য দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছে। মানুষের প্রতি সহিংসতার বিরুদ্ধে মানুষ কিছুুটা স্চ্চোার হলেও প্রাণবৈচিত্র্যের প্রতি নির্বিচার নিপীড়নের বিরুদ্ধে আমরা তেমন কোনো তৎপরতা দেখিনা। বক্তারা তাদের বক্তব্যে তাদের শৈশব কালীন সময়ে প্রকৃতির সাথে তাদের বন্ধন বিষয়ে আলোকপাত করেণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকিপুর এইচ, সি, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা জনসংগঠনের সভাপতি শেখ সিরাজ, সাবেক ইউপি সদস্য গীতা রাণী গায়েন, নকিপুর এইচ, সি, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম এম আজাদ, নকিপুর এইচ, সি, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী সহ প্রমূখ।এ সময় আরো উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা মফিজুর রহমান, রাম কৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মারূফ হোসেন মিলন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ বারসিকের সহযোগি কর্মকর্তা আল ইমরান।
পূর্ববর্তী পোস্ট