কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে ২০টি পরিবারের ঘর-বাড়ি লন্ডভন্ড সহ দুই দিনের অতিবর্ষণে ফলে এলাকার নিম্মঅঞ্চল প্লাবিত হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার রাত ৯টা দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে ৫ মিনিটের অস্থায়ী প্রচন্ড ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশ^বর্তী গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর এ প্রতিনিধিকে জানান, মঙ্গলবার সন্ধ্যার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলে রাত ৯টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয়। সেটি মাত্র ৫ মিনিট মাত্র স্থায়ী ছিল। হাড়দ্দাহ গ্রামে আকস্মিক ঝড়ে সব কিছু ভেঙে চুরে লন্ডভন্ড ও ক্ষতিগ্রস্ত হয়। এসময় বিদ্যুৎ লাইনের তাঁর ছিড়ে পড়ে আছে। কিছু দিন পূর্বে সীমান্তের কালিন্দী নদীর পাশে র্ঘর্ণিঝড় ইয়েসের প্রভাবে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল।
এখনো মানুষ অসহায় তারপর আবার এই ঝড়। এদিকে গতকাল মঙ্গলবার ও বুধবার দুই দিনের মুষলধারে বৃষ্টিপাতের ফলে উপজেলাসহ আশেপাশের অধিকাংশ এলাকার ঘর-বাড়ি, ক্ষেতের ফসল, পুকুর, শত শত মাছের ঘের বৃষ্টির কারণে তলিয়ে যাওয়ায় অপূরনীয় ক্ষতি হয়েছে। যার ফলে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলবদ্ধতা। অপর দিকে মহামারী করোনা ভাইরাসের কারণে চলছে সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন। অন্যদিকে অতি বর্ষণের কারণে কোন ধরণের কাজ না থাকায় নিম্মআয়ের ব্যাক্তিদের চরম দুর্দিন ও কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গদের জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।