নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ৩জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় বিগত দিনের মত একই অবস্থায় আছে করোনা আক্রান্তের হার।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাবর আলী (৭০),সদরের কামারবাইশা গ্রামের কোহিনুর বেগম (৬৫) ও দেবহাটার পারুলিয়ার রাশিদা খাতুন (৬০)। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনার পাইকগাছা এলাকার আব্দুর রাজ্জাক (৭০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা গত ১৯ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৯ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৩৬ জন।
এদিকে গত দুদিন একই অবস্থায় রয়েছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১শ’৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০ শতাংশ। এর আগের দিনও শনাক্তের হার ছিল ৩০ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, তিনি আরো বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫শ’৯৪ জন।তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩শ’ ৩০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১৭৯ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৬ জন।