নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে দুই নারী কে উদ্ধার করে। এছাড়া দুই মানব পাচারকারী আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
১২ আগস্ট সাতক্ষীরা ৩৩ বিজিবি কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ব্যাটালিয়নের অধীনস্থ কুশখালী এবং তলুইগাছা বিওপি এর সীমান্ত এলাকায় পাচারকারীর বাড়ীতে অভিযান চালিয়ে দুই নারী এবং দুই পাচারকারীকে আটক করে। এসময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো ৪ পাচারকারী।
আটককৃত নারী যশোর জেলার মনিরামপুরের আলী মোড়লের কন্যা রোজিনা খাতুন ও সদরের নতুনগাও উমরপুর গ্রামের মইরুদ্দিনের কন্যা সুমাইয়া। পাচারকারীরা হলেন সদরের কুশখালী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র শহিদ হোসেন ও গোলাম হোসেনের পুত্র জাহিদ। এছাড়া পলাতক মানব পাচারকারী হলেন হাওয়ালখালী গ্রামের মোজাম্মেল হকের পুত্র নাজমুল হোসেন ও মৃত আবুল খায়েরের পুত্র বাবু, তলুইগাছা গ্রামের মৃত একাব্বরের পুত্র আব্দুর রাজ্জাক, ও সোবহানের পুত্র মোঃ আক্তার হোসেন।