নিজস্ব প্রতিনিধি :
ব্রহ্মরাজপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ তিনজন আহত হয়েছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওমরাপাড়া গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুরজাহান গংয়ের সাথে বিরোধ চলে আসছিল বড় খামার এলাকার মৃত আকছেদ আলীর পুত্র মুরশিদ আলী গংয়ের। এর জের ধরে গত ১৬ আগস্ট ২১ তারিখ সকালে পাটকেলঘাটার তৈলকুপি এলাকার মৃত. তালেব সরদারের পুত্র কাদের, কাদেরের স্ত্রী নুর নাহার, ধুলিহরের উমরাপাড়া গ্রামের মৃত. সাত্তার ঢালীর স্ত্রী নুর জাহান, পুত্র সাদেকসহ ৪/৫ ব্যক্তি লোহার রড ও লাঠি সোটা নিয়ে মুরশিদ আলীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।
এর প্রতিবাদ করায় মুরশিদ আলী বেধড়ক মারপিট করতে থাকে। তাদের হাত থেকে মুরশিদ আলীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার স্ত্রী জেলেখা খাতুন ও প্রতিবন্ধী পুত্র মাসুদ রানা এবং বৃদ্ধা মাতাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাদেরকেও অকথ্য ভাষায় গালি গালাজসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায় হামলাকারীরা।স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুরশিদ আলী।