নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। কুমিল্লাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কুচক্রী মহলের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অনুয়ায়ী পূজামন্ডপ , বিভিন্ন মন্দির, ঘরবাড়ী ভাংচুর সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নৃশংস হত্যা, ধর্ষন, হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্য লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে ১৬ অক্টোবর শনিবার বিকাল -৪ টা শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র মুখার্জি, অনাথ চন্দ্র হালদার ও দীনেশ চন্দ্র মন্ডল, যুগ্মসাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল,
হিন্দু মহাজোট সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সঞ্জিত গান, দলিত সম্প্রদায়ের সভাপতি কাশীনাথ দাস, ও পরিমাণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক নির্মল ঘোষ, কার্তিক দত্ত, মুক্ত রাম বিশ্বাস, প্রদীপ রপ্তান, নিলুৎপাল মন্ডল, শংকর বিশ্বাস সহ বিভিন্ন পূজা মন্ডপ এর সভাপতি সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।