নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রোড শো করেছেন জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১ টায় এই রোড শো শহরের এরিয়া অফিসের সামনে থেকে বের হয়।
নেতৃত্ব দেন ব্যাংকের সাতক্ষীরা এরিয়ার ডিজিএম মোঃ হামিদুল হক। তাকে সহযোগিতা করেন এজিএম মোঃ রুকনুজ্জামান।
স্বয়ংক্রিয় চালান” পদ্ধতির মাধ্যমে সরকারি ট্রেজারি চালানের টাকা তাৎক্ষণিকভাবে জনতা ব্যাংক লিমিটেডের সকল শাখা হতে সেবা নিতে জনসাধারণকে অবহিত ও উদ্বুদ্ধ করতে এই রোড শো এর আয়োজন, বললেন জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ হামিদুল হক। তিনি বলেন, পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ অন্যান্য সেবা ফিসহ সরকারি ট্রেজারি চালানের টাকা তাৎক্ষণিকভাবে জনতা ব্যংকের সকল শাখায় জমা দেওয়া যাচ্ছে।
বর্ণাঢ্য রোডশো’টি ব্যাংকের সাতক্ষীরা এরিয়া অফিসের সামনে থেকে শুরু হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রোড শো’তে জনতা ব্যাংক সাতক্ষীরার সকল শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।