শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, একটি বয়স্ক মৃত বাঘ চুনকুড়ির রাজাখালে পাওয়া গেছে। জায়গাটি উপকূল থেকে একেবারেই সুন্দরবনের গহীনে।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালি খালে একটি মৃত বাঘ পাওয়া গেছে। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বাঘটির মরদেহ উদ্ধার করে বন বিভাগ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, একটি বয়স্ক মৃত বাঘ চুনকুড়ির রাজাখালে পাওয়া গেছে। জায়গাটি উপকূল থেকে একেবারেই সুন্দরবনের গহীনে। উপকূলে নিয়ে আসতে ৩-৪ ঘন্টা সময় লাগবে। মরদেহ পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে একটি বয়স্ক মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। মরদেহটি রেঞ্জ অফিসে আনা হচ্ছে। ধারণা করছি, বয়স বেশি হওয়ার কারণে বাঘটি মারা গেছে। তবে মৃত্যুর মূল কারণ ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।