মোস্তাফিজুর রহমান, আশাশুনি: যুবকদের এগিয়ে নিতে পড়া-লেখার পাশাপাশি খেলার বিকল্প নেই। যুবকদেরকে সঠিক ভাবে গড়ে তুলতে না পারলে দেশ উন্নয়ের মহাসড়ক থেকে ছিটকে পড়বে।
যুবকদের মাদকে আসক্তির কথা মাথায় রেখে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ২৫ টি মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
আশাশুনি উপজেলার বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা যুব কিশোর সংসদের আয়োজনে ৮ দলীয় নক আউট আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি উপরুক্ত কথা গুলো বলেন। এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বুধবার বিকালে কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর ফাইনাল ম্যাচে বুধটাটা ইউনিয়ন ফুটবল একাদশ শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু ও যুবলীগ নেতা নুরুজ্জামান জুলুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডাঃ মোখলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, সাতক্ষীরা-০৩ আসনের এমপি’র এপিএস শাহিন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান খোকন, খাদেমুল ইসলাম তুফান, ছাত্রলীগ নেতা শাহারিয়ার ফিরোজ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ সহ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন আনিছুর রহমান, আছাদুল হক, এমরান হোসেন, ইউনুচ আলী এবং ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।