জাহাঙ্গীর আলম লিটন : কলারোয়াঃ কলারোয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস ২১’ পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধিবৃন্দ। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানা যায়।