আসমানী শিশু নিকেতনের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ আলাউদ্দীন আল আজাদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক বিশ^নাথ ঘোষ।
গত ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া গত সপ্তাহ ব্যাপি শ্রেণি ভিত্তিক হাতের লেখা, চিত্রাংকন, আবৃত্তি ও যেমন খুশি তেমন সাজো বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক স্বপন কুমার শীল। প্রেস বিজ্ঞপ্তি