কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৩১মে, বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন বিভিন্ন কার্য্যক্রম সামাজিক নিরাপত্তা, শিক্ষাবৃত্তি, শিশু সুরক্ষাসহ বিভিন্ন সেবার দিক সম্পর্কে সেমিনারে আলোচনা করা হয়।
এসময় সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন কোন ভাতাভোগী মৃত্যুবরন করলে ৭ কর্ম দিবসের মধ্যে মৃত্যু সনদসহ সমাজসেবা কার্য্যালয়ে তথ্য দেয়া এবং সমাজসেবা অফিস ব্যতিত কোন ব্যক্তি কোন ভাতাভোগীর ওটিপি নং চাইলে তা দেয়া যাবেনা বলে সকলকে সতর্ক করেন। কারন হ্যাকারটা এভাবে প্রতারনা করছে বলে তিনি সকলকে অবহিত করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।