প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামের কুলতলী সরকারি খালটি আদালতের রায়ের মাধ্যমে ভূমি দস্যুদের কবল থেকে পুন উদ্ধার করা হয়েছে। এ খালটি দীর্ঘ দিন ভুমি দস্যুরা দখল করে রেখেছিল।
খালটি উদ্ধারের জন্য ২০০৮ সালে শুরু হয় এবং ২৮.০২.২৩ ইং তারিখ সিনিয়র সহকারী জজ আদালত, শ্যামনগর সাতক্ষীরা সরকারের পক্ষে রায় এ রায় প্রদান করনে।
১৯শে ডিসেম্বর মঙ্গলবার সহকারী কমিশন (ভূমি) মোঃ আসাদুজ্জামান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেন উপস্থিতিতে ১৭০৬ নং দাগের ২ একর কুলতলী খালের দু পাড়ে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে খালটি পুন উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিডিও এর নির্বাহী পরিচালক আল ইমরান হোসেন, বি ফর আর প্রকল্পের ফিল্ড ম্যানেজার স্বরণ কুমার চৌহান, জি ফর সি আর প্রকল্পের প্রজেক্ট অফিসার নাজিম উদ্দিন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও গ্রামের সাধারন মানুষ উপস্থিথ ছিলেন।
কুলতলী খাল সংক্রান্ত মামলাটি সরকারের পক্ষে সার্বিক সহযোগিতা প্রদান করেছে সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন গভার্ন্যন্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের কর্মকর্তাগন।