কালিগঞ্জ প্রতিনিধিঃ
জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের হস্তক্ষেপে কালিগঞ্জ ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর ঝাপিয়ে রাখা ইট অপসারণ করা হয়েছে। এলজিইডি রাস্তার ফুলতলা মোড় থেকে উপজেলায় যাওয়ার পথে ইসলামী ব্যাংকের পাশে রাস্তার উপর দীর্ঘদিন ধরে ইট ঝাপিয়ে রাখায় জনসাধারণের যাতায়াতের পথ সংকুচিত পড়ে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটতো। বিষয়টি স্থানীয় ব্যাক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশসহ সাংবাদিকদের অবহিত করার পর জনস্বার্থে রাস্তায় ফেলে রাখা ইট অপসারণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ব্যবসায়ী হাজী মতিয়ার রহমান ও স্থানীয় ব্যবসায়ী বুলবুল আহমেদ এর মধ্যে জমি জমা নিয়ে বিরোধ থাকায় মতি হাজী বুলবুলকে জব্দ করার জন্য ঘরের সামনে রাস্তার উপর ইট ঝাঁপিয়ে রাখে। দীর্ঘদিন ধরে রাস্তার উপর ইট পড়ে থাকায় ১৪ই ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ ঘটনাস্থলে যেয়ে লেবার দিয়ে রাস্তার ইট অপসারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্চু, সদস্য কাজী আল মামুন, থানা পুলিশের কুশুলিয়া বিড অফিসার উপ-পরিদর্শ হাফিজ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খাইরুল আলম, ব্যবসায়ী আলহাজ্ব মতিউর রহমান, বুলবুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনস্বার্থে রাস্তার পাশের ইট অপসারণ করায় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন।