বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক,
প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব ভারপ্রাপ্ত সেক্রেটারী আলাউদ্দীন, লিংকন আসলাম, নাগরিক টিভি প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, উপজেলা সিপিপি লিডার আঃ জলিল, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য ঘুর্ণিঝড় ডানার আঘাত থেকে রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।