নিজস্ব প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপ তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নির্দেশে শহরের পোস্ট অফিস মোড়ে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকাপোল মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান,সদ্য সাবেক যুগ্ম সম্পাদক খালেদ হাসান সুমন, সদ্য সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, জেলা ছাত্রদলের বিপ্লব, মৌ, পৌর ছাত্রদলের রায়হান, রাসেল, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাব্বি,
আলিপুর ইউনিয়ন ছাত্রদলের তানভীর হাসান শুভ, ঝউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলিম, মেহেদী হাসান, জাহিদ হাসান সহ আরো অনেকে।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বিভিন্ন স্লোগান এবং তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনও অপ তৎপরতা অপচেষ্টা চালাচ্ছে তাদের ক্ষমতা ফিরে পেতে। এমন হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে। তাদেরকে প্রতিহত করতে আমরা মাঠে রয়েছি। তাদের কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।