কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি সহযোগী সংগঠন বাংলাদেষ সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর দেবহাটা উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেনের স্বাক্ষরিত এক পত্রে দেবহাটা উপজেলা জাসাসের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ইং তারিখে স্বাক্ষরিত ঐ ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আহবায়ক হয়েছেন মোঃ মনিরুজ্জামান মনি, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক প্রফেসর নাসির উদ্দীন যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন হোসেন।
এছাড়া সদস্য হিসেবে আছেন ইয়াকুব আলী, শাহিন আলম, ইব্রাহীম সরদার, রাকিব হোসেন ও মিজান গাজী। আহবায়ক মনিরুজ্জামান মনি এই কমিটির মাধ্যমে সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে জাতীয়তাবাদীর আদর্শের সকলের সহযোগীতা কামনা করেছেন।