নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সম্প্রতি ভেঙে পড়া বেড়িবাঁধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা উত্তরণ। স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমার্জেন্সি রিলিফ অ্যাসিস্ট্যান্স ফর এমব্যাংকমেন্ট ব্রিচ অ্যাফেক্টেড কমিউনিটিজ ইন আনুলিয়া ইউনিয়ন, আশাশুনি” প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (১২ এপ্রিল) বিকালে আনুলিয়া ইউনিয়নের বিছট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের সহায়তা বিতরণ করা হয়। এই ধাপে ৬৮টি পরিবারকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রকল্পের আওতায় মোট ৫০০ পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। উত্তরণ যেভাবে দ্রুত এবং সংগঠিতভাবে সহায়তা দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
উত্তরণ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার ও সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা এবং হেইস অফিসার মো: আল-আমিন মোল্লা।
স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইনান্স অ্যান্ড অপারেশন্স অফিসার সুজান লিন, হেড অফ নেটওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট সাজিদ রায়হান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিউল আলম ও ডিআরএফ ম্যানেজার এনামুল হক।
অনুষ্ঠানে উত্তরণ-এর প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ বলেন, বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে আমরা বর্তমানে জরুরি সহায়তা প্রদান করছি। কিন্তু যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসইভাবে পুনর্বাসনের জন্য এখন সবাইকে একসাথে এগিয়ে আসা উচিত।
ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার মাহমুদা ইয়াসমিন কনা বলেন, দুর্যোগপ্রবণ এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে উত্তরণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প তারই অংশ।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যে উত্তরণ দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দিনে বাকি ৪৩২টি পরিবারের মাঝেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।