প্রেস বিজ্ঞপ্তি: ফিংড়ীতে স্প্রিট কল প্রকল্পের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হল রুমে ২৪শে জুলাই সকালে ব্রেকিং দ্য সাইলেন্সের ইউনিয়ন ভিত্তিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্সর স্প্রিট সেল প্রজেক্টের আয়োজনে এবং টিডিএইচ এর সহযোগিতায় ত্রৈমাসিক সভায় আলোচনা করা হয় কিভাবে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন করা যায়।
নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব কতটুকু এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমিটির আহবায়ক মোঃ লুৎফর রহমান, সদস্য রত্না রানী সরকার, মোঃ হামিদ, আনজুমানারা মিনি, শিব পদ গাইন, মোঃ ফারুক হোসেন হাফেজ আব্দুল আলিম, আল ইমরান রিয়াদ, দীপঙ্কর বিশ্বাস, মোঃ জাহিদুজ্জামান কিরণ, শংকরি রানী সরদার, স্বপ্না দাস, অরুণ দাস, হাফিজুল ইসলাম, মোঃ আবু সাঈদ এবং ব্রেকিং দ্য সাইলেন্স ও টিডিএইচ এর কর্মকর্তা বৃন্দ। এ সময় ইউনিয়ন ভিত্তিক কমিটির সদস্যবৃন্দ আগামী তিন মাস কি কার্যক্রম পরিচালনা করবেন, সে সকল বিষয়ে আলোচনা করা হয়। কমিটির আহ্বায়ক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান তিনি বলেন শিশুদের জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদ সব সময় উদার।
আমরা শিশুকে খেলাধুলার মাধ্যমে তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিতে পারি। তাহলে তারা খেলাধুলার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। শিশুদেরকে খেলাধুলার মাধ্যমে যথাযথ শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারি তাহলে তারা মাদকাসক্ত , মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি ,উগ্র ব্যবহার বহু অংশে কমে আসবে। আমাদের উচিত ব্রেকিং দ্য সাইলেন্সের স্প্রিট সেল প্রকল্পকে সহযোগিতা করে তাদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করা । এবারের বাজেটে ইউনিয়ন পরিষদের শিশুদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে । এই বরাদ্দগুলো শিশুদের খেলাধুলার উপকরণ, শিশুদের খেলার মাঠ সংস্কার সহ শিশুদের জীবনমান উন্নয়নের পাশাপাশি আরো অন্যান্য কাজে ব্যয় করা হবে। সাথে সাথে ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই কার্যক্রমকে আরো পাঁচ বছর এগিয়ে নিয়ে যায় তাহলে আমাদের শিশুদের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কো- অডিনেটর সুজয় সরকার।