নিজস্ব প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধুলিহরে মৎস্যজীবীলীগ নেতার নেতৃত্বে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কালাম হোসেন।
অভিযোগ জানা গেছে, ধুলিহর মৌজায় এস এ ৩৮৪৬, সাবেক দাগ নং ৮৫৯১, হাল দাগ নং-১১১২৪ জমির পরিমান ১৩ শতক সম্পত্তি আবুল কাশেম সরদারের পুত্র কালাম হোসেনের কোবলাকৃত সম্পত্তি। উক্ত সম্পত্তি নিয়ে ধুলিহরের মনু গাজীর পুত্র মৎস্যজীবীলীগ নেতা আবু সাঈদ আইয়ুব আলীগং গায়ের জোরে অবৈধভাবে দখলের চেষ্টা করলে ভুক্তভোগী কালাম হোসেন বাদী হয়ে আদালতে পিটিশন ও দেওয়ানী মামলা দায়ের করেন। যার মামলা নং- পি-৪১৭/২৫। ও দেং মামলা নং-৫৯/২৫। মামলা দুটি চলমান রয়েছে।
ইতোমধ্যে তফসিল জমিতে নিষেধাজ্ঞাও রয়েছে। উক্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২৬ জুলাই সকালে আবু সাঈদের নেতৃত্বে তার ভাই আইয়ুব আলী, শাহামত গাজীর পুত্র আবু তালেব, মৃত আফিল গাজীর পুত্র মোকাম গাজীসহ কতিপয় ব্যক্তি দলবদ্ধ হয়ে উক্ত বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশ করে সেখানে থাকা গাছপালা কাটতে থাকে। এতে বাধা দেওয়ার চেস্টা করলে ভুক্তভোগী কালামকে কিল ঘুষি মেরে আহত করে এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। এঘটনায় প্রতিকার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কালাম হোসেন।
এবিষয়ে অভিযুক্ত আবু সাঈদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, উক্ত সম্পত্তি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে কেউ যেতে পারবে না। সকালে গাছপালা কাটার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, সেখানে এধরনের কোন ঘটনা ঘটেনি। ##