প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর ২টায় সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর শাখার সমাজকল্যাণ সেক্রেটারী ও ৮নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল গফুর, নিউমার্কেট ইউনিট সভাপতি মোঃ রুহুল আমিন, ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইবুল ইসলাম, কামালনগর দক্ষিণ ইউনিট যুব বিভাগের সভাপতি আল-মামুন, নিউমার্কেট যুব ইউনিট সভাপতি মোঃ সুমনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ভূমি অফিস জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেবা কেন্দ্র। জমি সংক্রান্ত কাজের সঙ্গে সাধারণ মানুষের প্রত্যক্ষ স্বার্থ জড়িত। তাই কর্মকর্তার স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা জনমনে আস্থা সৃষ্টি করবে।
নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের সেবা করাই আমার মূল দায়িত্ব। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব। সঠিক নিয়মে জনগণ যাতে সহজে সেবা পায় সে ব্যাপারে প্রশাসন সর্বদা আন্তরিক থাকবে।”তিনি আরও বলেন, “সাতক্ষীরার মানুষ পরিশ্রমী ও সৎ। আমি চাই, তারা যাতে ন্যায্য সেবা সহজে পায়। এজন্য স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।