নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টার সময় সাতক্ষীরা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে রালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এড. মো: আকবর আলীর সভাপতিত্বে ও এড নুরুল আমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বিজয় মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পি পি এড. শেখ আব্দুস সাত্তার,
জি,পি, এড.অসীম কুমার মন্ডল , এড.শেখ সিরাজুল ইসলাম (৫) , নির্বাচিত সদস্য এড. আসাদুর রহমান বাবু , নির্বাচিত সদস্য এড.সুনিল কুমার ঘোষ, এড. এ,বি,এম,সেলিম , এড আব্দুল জলিল (৩) , এড. আলতাফ হোসেন , এড. শাহরিয়ার হাসিব , এড. এস,এম,সোহরাব হোসেন বাবলু , এড. তোহা কামাল উদ্দিন হীরা , এড. সরদার সাইফ ,এড. আবু সাইদ রাজা ,এড. জি,এম,ফিরোজ আহমেদ , এড. জাহাঙ্গীর আলম , এড. ইমরান শাওন , এড. তারিফ ইকবাল অপু , এড.রেজাউল ইসলাম , এড. রফিকুল ইসলাম খোকন , এড. সাইফুল ইসলাম সোহেল , এড. ওয়ালীউল্যাহ , এড. আইয়ুব আলীসহ সাতক্ষীরার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।