নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ডিআআর এক্টিভিটিস প্রকল্পের আওতায়, বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লুপি’র সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।
ফিল্ড থেকে কমিউনিটির ঝুঁকি হ্রাসের জন্য যে স্কিমগুলো উঠে এসেছে, সে বিষয়ে আলোচনা উপস্থাপন করেন ডিআরআর কো-অর্ডিনেটর ইমরান হোসেন। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে আশাব্যক্ত করেন যে, সুশীলনের সিআরএ মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে কমিউনিটির ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।