কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল পারভীন খেজুরতলা গ্রামের মোঃ জাহিদুল ইসলামের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল জান্নাতুল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে চলে যায় সে। পরে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পানিতে ডুবে এক কণ্যাশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।