নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, ট্রাস্ট এর পরিচালক আসিফ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহি এসএম মাহফুজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা, জেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী ওমর ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামানসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এসময় বলেন, গ্রামীন জনগোষ্ঠি বিশেষ করে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ যারা ন্যুনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তারা তাদের একেবারে ঘরের কাছেই সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার লক্ষে কমিউিনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। জনমুখি এ কার্যক্রম ১৯৯৯৬ সালে গৃহীত হয় এবং তা বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সালে। কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে জনগনের দান করা জমিতে। সরকার ভবন নির্মান, সেবাদানকারী নিয়োগ, ঔষধসহ প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি ও উপকরন সরবরাহ করছে। পরিচালনা ও ব্যবস্থাপনা করছে সরকার এবং জনগণ।
সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবা দিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।##
পূর্ববর্তী পোস্ট