বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর ২৫ তারিখে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এ্যাড দ্বীন বন্ধু রায় ও মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত একপত্রে অমৃত কুমার সানা কে সভাপতি ও মিহির কান্তি সরকারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিস্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন, প্রধান উপদেস্টা অ্যাড; অসিম কুমার মন্ডল, উপদেষ্টা যথাক্রমে অ্যাড: স্বপন কুমার মন্ডল, প্রাণনাথ মন্ডল, পবিত্র দেবনাথ,নির্বাহী সভাপতি সন্দীপ বর্মন, সহ-সভাপতি তাপস কুমার তরফদার, বিজয় কুমার গাইন, নীলাঞ্জন সানা, প্রধান সমন্বয়কারী দেবাশীষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দিপংকার বিশ^াস, সমীর পাল, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার মন্ডল,
যুব বিষয়ক সম্পাদক কৃষ্ণপদ মাঝি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত মন্ডল, কোষাধ্যক্ষ শুভাশীষ মন্ডল, দপ্তর সম্পাদক প্রসেনজিত মন্ডল, প্রচার সম্পাদক গৌর চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্যযথাক্রমে ধীমান সরকার, স্বপন সানা, ভবরঞ্জন সরকার, সুমন্ত মন্ডল, ভৈরব চন্দ্র মন্ডল, মৃণাল রায়। প্রেস বিজ্ঞপ্তি

