নিজস্ব প্রতিনিধি : আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১ নভেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের লেকভিউ সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয় এই পরিচিতি সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী কামরুজ্জামান খোকন।
প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন ভূঁঞা।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস. এম. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক কফিল উদ্দিন মাহমুদ, সদস্য কৃষিবিদ শেখ আহসান হাবিব এবং খুলনা মহানগর ক্রীড়া সংসদের সদস্য সচিব মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাজীবুল হাসান কোরাইশী।
সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, যুবনেতা চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, তালা উপজেলার যুবদল নেতা ও ক্রীড়া সংগঠক মোস্তফা হাসান মন্টু প্রমুখ।
সভা শেষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলা শাখায় কাজী কামরুজ্জামান খোকন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ হোসেন, যুগ্ম আহবায় মীর তাজুল ইসলাম রিপন, চেয়ারম্যান গোলাম ফারুক, ইমাদুল হক খান, কাজী হুমায়ুন কবির ডাবলু, সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, সদস্য শেখ মোস্তফা হোসেন মন্টু, দারুজ্জামান রুবেল, লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, আবুহেনা মোস্তফা কামাল, মনিরুল ইসলাম মুকুল, আনোয়ার জাহিদ দুলু, শেখ মোমিনুল ইমলাম কচি, শামীম কোরায়শী লাল্টু, তোফায়েল হক, মোস্তাফিজুর রহমান তুহিন, একরামুল ইসলাম লালু, সাইফুল ইসলাম বাবুু, রবিউল হাসলাম, এস এম আলাউদ্দিন, রুবিনা জামান খান শাওলি, মিজানুর রহমান, নেয়ামতুর রহমান স্বপন, শেখ রাজিবুল ইসলাম, শাহজাহান আলী শাহিন, ইকবাল হোসেন, ইলিয়াস হোসেন ইদ্রিস, মো: ওয়াইজ হুসাইন দিপু ও এটিএম সামসুল হুদা।
বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়া আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর নামেই ২০১৬ গঠিত এই সংগঠন ক্রীড়া ও তরুণ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক মীর রফিক এবং জাতীয় স্যুটিং ফেডারেশনের সদস্য সিরাজুল ইসলাম বাবু।

