প্রেস বিজ্ঞপ্তি : আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), সাতক্ষীরার সকল সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত ও অসম্পূর্ণ কাজগুলোর বাস্তবায়ন এখন থেকে শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন।
রবিবার (২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা আমাদের অসম্পূর্ণ কাজগুলো পুনরায় শুরু করছি। দীর্ঘদিন ধরে যেসব কার্যক্রম স্থবির ছিল, বিশেষ করে জুলাইয়ের শহীদ ও আহত ভাইদের পুনর্বাসন, চিকিৎসা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পিত উদ্যোগগুলো আমরা এখন থেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সে লক্ষ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা পূর্ণ উদ্যমে সাংগঠনিক কার্যক্রম চালু করেছে।
তিনি আরও বলেন, আমাদের কাজের বড় অংশ জুড়ে থাকবে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি নিশ্চিত করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, এবং জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার নিশ্চিত করা।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব ইউনিট কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

