নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে ওজোপাডিকো’র সিবিএ নির্বাচন ২০১৬ সম্পন্ন হয়েছে। সারাদেশের ২১টি জেলায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ওজোপাডিকো’র সিবিএ নির্বাচনে ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল গুলো হলো জাতীয় শ্রমিকলীগ খুলনার অন্তর্ভূক্ত সংগঠন ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (রেজিঃ নং- বি ২১৩৮), জাতীয় শ্রমিকলীগের প্রথম অন্তর্ভুক্ত সংগঠন ওজোপাডিকো শ্রমিক কর্মচারী লীগ (রেজিঃ নং- বি ২১৩৫) এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- বি ২১৪০)। ওজোপাডিকো’র সিবিএ নির্বাচন সাতক্ষীরা পাওয়ার হাউজে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা পাওয়ার হাউজ ভোট কেন্দ্রে মোট ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সৈয়দ তারিকুল ইসলাম ও শেখ আলমগীর এর নেতৃত্বাধীন ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (রেজিঃ নং- বি ২১৩৮) প্রতিক মই পেয়েছে ২৪ ভোট, মকলুকার-হিটু-মোস্তাফিজ-আলহাজ্ব আলমগীর নেতৃত্বাধীন ওজোপাডিকো শ্রমিক কর্মচারী লীগ (রেজিঃ নং- বি ২১৩৫) প্রতিক বাই সাইকেল পেয়েছে ৬ ভোট, এবং ছিদ্দিক-মজিবর এর নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- বি ২১৪০) প্রতিক হাতুড়ী পেয়েছে ভোট। ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কনক রানী বসু এবং পোলিং অফিসার ছিলেন মো. ইউনুছ মোল্লা। ভোট চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ- সভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলু, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ (রেজিঃ নং- বি ২১৩৮) এর সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট