ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে জলবায়ু পরিবর্তনের কবলে পড়ে এখন বেশ কয়েকটা গ্রামে জলাবদ্ধতার তৈরি হয়েছে। এ সময়ে তাদের শারীরিক এবং মানসিক অবস্থা কিছুটা ভেঙে পড়ে, পাশাপাশি তাদের একে অন্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রায় অবস্থা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর মাধ্যমে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পিরিট-কল প্রকল্পের আওতায় মেয়েরা এ সকল অবস্থায় কিভাবে খাপ খাওয়ানো যায় ও সেটা মোকাবেলা করা যায় এবং এর সমাধান কিভাবে পাওয়া যায় সেটা খেলার মাধ্যমে শিখছে। এখন তারা যোগাযোগের অধিবেশনে- নিজের ও সতীর্থদের সুরক্ষার জন্য যোগাযোগ করা ও সমর্থন করা, মনোযোগ সহকারে শোনা, কথোপকথনে অংশ নেয়ার জন্য আত্মবিশ্বাস এবং দক্ষতার উন্নয়ন করা, ঝুঁকি মোকাবেলায় সিয়া আত্মবিশ্বাস ও দক্ষতা উন্নয়ন করা, সংকটময় পরিস্থিতি (হয়রানি, হুমকি, ঝুঁকি ও জরুরি অবস্থা) যোগাযোগ দক্ষতা ব্যবহারে সক্ষমতা প্রদর্শন করা।
নিজের এবং সতীর্থের সুরক্ষার বিষয়টি প্রচালন করা, দলীয় মনোভাব বজায় রাখা শিখছে। এগুলা শিখে তারা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার জন্য সহউদ্যোগী উঠছে। এর পাশাপাশি যারা কখনো খেলার সুযোগ পেতো না তারা এখন ফুটবল এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক দক্ষতা ও বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের মোট ৬টি দলের- ৪টি দল ফুটবল খেলাধুলার টিম এবং ২টি দল গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা টিম। এ ধরনের প্রকল্পে তারা অংশগ্রহণ করে খুবই আনন্দিত। উক্ত সেশনটি পরিচালনা করেন- ব্রহ্মরাজপুর ইউনিয়েনর কমিউনিটি ফ্যাসিলিটেটর রুবিনা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা কো-অডিনেটর সুজয় সরকার। প্রেস বিজ্ঞপ্তি