নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, আর টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আল ইমরান ইমু, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক রূপান্তরের কলারোয়া প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব, দৈনিক ভোরের আকাশের সাতক্ষীরা প্রতিনিধি আমিনুর রহমান, এশিয়ান টিভির সাতক্ষীরা প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ, সাপ্তাহিক সূর্যের আলোর স্টাফ রিপোর্টার মুনসুর রহমানসহ অন্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডিবিসি’র সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন।
বক্তারা বলেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। পুলিশ প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। বিগত সময়ে যেভাবে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতো, হামলার শিকার হতো, মামলার শিকার হতো, হত্যা হতো। বর্তমান প্রশাসনের নিস্ক্রিয়তার কারনে সারা দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
দক্ষিণাঞ্চলে হত্যাকান্ডের শিকার সাংবাদিক মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম আলাউদ্দীন, বেলাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক হত্যার বিচার পাননি উল্লেখ করে বলেন, সাংবাদিকদের উপর হামলা মামলা হত্যা নির্যাতন নিপীড়ন চলছেই। গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে বিষয়টি প্রকাশ পেলেও পুলিশ নির্বিকার। সেখানে সাংবাদিকদের উপর হামলাকারীরা সকলেই ভাড়াটিয়া সন্ত্রাসী। এরপরও পুলিশ প্রশাসন অজানা কারনে তাদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে। সম্প্রতি কলোরোয়া রিপোর্টাস ক্লাবে ঢুকে সাংবাদিক জাহিদুল ইসলামের উপর হামলা করা হয়। সেখানেও পুলিশ নির্বিকার।
বক্তারা অবিলম্বে গাজীপুরের সাংবাদিক তুহিনের হত্যার দৃষ্টান্ত মূলক বিচার এবং সারাদেশের সাংবাদিকদের উপর হামলা ও মামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি দাবি জানান।##