নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৪জন স্কাউট সদস্য পেয়েছে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড। ১৩ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৬তম ত্রৈবার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো: আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট সদস্যদের মাঝে অ্যাওয়ার্ড বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও স্কাউটস জাতীয় কাউন্সিলের সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ছাত্রী যারীন তাসনিম (প্রিমা), সাবরিন সুলতানা (অয়ন্তী), আল জুবায়ের এবং সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূরবী রায় প্রতিমা। সারাদেশ থেকে মোট ৩১৭ জন স্কাউট সদস্য এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। এর মধ্যে মেধা তালিকায় প্রথম ২৪ জনের মধ্যে ছিল যারীন তাসনিম (প্রিমা)। উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় এই প্রথম নারী সদস্য হিসেবে কলারোয়ার ৩ স্কাউট সদস্য প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেল।
পূর্ববর্তী পোস্ট