কলারোয়া ব্যুরো : কলারোয়ায় ৪৬তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার আলোচনা সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অনুষ্ঠানে সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল¬াহ আমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মলি¬ক রবি, প্রধান শিক্ষক আশরাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বাজেট অনুমোদন, ক্রীড়া পরিচালনা কমিটি গঠন করা হয়। আগামি ২৪, ২৫ ও ২৬ জুলাই উপজেলার কলারোয়া, কয়লা, খোরদো ও সোনাবাড়িয়ার ৪টি জোনে এবং ২৯ ও ৩০ জুলাই কলারোয়া উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানে স্কুল-মাদরাসা প্রধান ও শিক্ষকদের হাতে ভলিবল, নেট ও ফুটবলসহ ক্রীড়া সামগ্রি প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট