কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ মাঠ পর্যায়ে সেবাদানকারীদের পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ৬ টি ব্যাচের প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে নবযাত্রা প্রকল্পের মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। ২৪ জুলাই থেকে ২৯ আগষ্ট পর্যন্ত ৬ টি ব্যাচে মোট ১৪৯ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, উপ-সহকারী মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এর পূর্বে সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশনারা জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: শেখ আকছেদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর সেলিম, ডা: ফয়সাল আহম্মেদ, নবযাত্রা ওয়াল্ড ভিশনের ফির্ল্ড কো-অডিনেটর আশিষ কুমার হালদার প্রমুখ। উপজেলার ১২ ইউনিয়নে ২৪ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বাস্তবায়নে নাটক প্রদর্শন চলছে। যা সচেতনতা বিষয়ে মাঠ পর্যায়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালিগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি
পূর্ববর্তী পোস্ট