নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মাসব্যাপী গ্রামীণ হস্তশিল্প ও ঈদ আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের পর থেকে বাজানো হয় বিভিন্ন গান ও ঢোল তবলা। এসব বাজিয়ে মেলায় দর্শকদের আকর্ষণের চেষ্টা করা হয়েছে।
কিন্তু মাইকের তীব্র আওয়াজের মধ্যেই গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে হয়েছে হাজার খানেক পরীক্ষার্থীকেÑ এমন অভিযোগ করেছেন একাধিক পরীক্ষার্থী।
পরীক্ষার কেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজে দুপুর দেড়টা থেকে পরীক্ষা শুরু হলেও বন্ধ করা হয়নি মেলার মাইক বাজানো। এতে করে ভীষণ বিরক্ত বোধ করেছেন পরীক্ষার্থীরা। অসুবিধায় পড়তে হয়েছে তাদের। এনিয়ে পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল প্রায় ১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে এ ধরনের মাইক বাজানো কতটা যুক্তিযুক্ত এটাই প্রশ্ন তাদের। এব্যাপারে মেলার চেয়ারম্যান আজিজুর রহমান সোহেলের সাথে যোগাযোগ করার জন্য তার ০১৬১১ ৩১৭৭৪৫ নম্বর মোবাইলে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ দাবি করেন, আমরা মেলা কর্তৃপক্ষকে বলেছিলাম যেন পরীক্ষা চলাকালে মাইক না বাজে। সে কারণে তারা পরীক্ষার সময় মাইক বন্ধ রেখেছিলো। এছাড়া তাদেরকে মাঠের দক্ষিণ পার্শ্বের দিকে যেতে নির্দেশ দিয়েছিলাম।
একাধিক পরীক্ষার্থী অবশ্য ফোনে আমাদেরকে জানিয়েছেন পরীক্ষা চলাকলীন মাইক বেজেছে যথারীতি।
পূর্ববর্তী পোস্ট