অনলাইন ডেস্ক : দেশের চার হাজার ৯০২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে অনুমোদিত ব্লাড ব্যাংক আছে মাত্র ৮৪টি প্রতিষ্ঠানে। এ ছাড়া সারা দেশে অনুমোদিত আরো ২৪টি প্রতিষ্ঠান আছে, যারা শুধুই ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানই অবৈধভাবে চালাচ্ছে এ কার্যক্রম।
সারা দেশে এমন অনেক হাসপাতাল, ক্লিনিক এবং ব্লাড ব্যাংক প্রতিষ্ঠান আছে যাদের কোনো তালিকা নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানেই আবার রয়েছে অনুমোদনহীন ব্লাড ব্যাংক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২২টি জেলার নিবন্ধিত দুই হাজার ৭৭৩টি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে ৮৪টিতে অনুমোদিত ব্লাড ব্যাংক আছে। আর বাকি ৪২টি জেলার দুই হাজার ১২৯টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের একটিতেও অনুমোদিত ব্লাড ব্যাংক নেই। তবে ২৪টি অনুমোদিত প্রতিষ্ঠান আছে, যারা সারা দেশে শুধুই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে।
স্বাস্থ্য অধিদপ্তরের ব্লাড ব্যাংক শাখার প্রোগ্রাম ম্যানেজার ডা. শেখ দাউদ আদনান জানান, অবৈধ ওই সব প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্টদের ধারণা, ব্লাড ব্যাংকের ব্যবসা লাভজনক না হওয়ায় হাসপাতাল ও ক্লিনিকগুলো এই ঝামেলা মাথায় নিতে চায় না। তাই রোগীর স্বজন অথবা বিভিন্ন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠান থেকে রক্ত সংগ্রহ করে কার্যক্রম চালাচ্ছে এসব বেসরকারি প্রতিষ্ঠান।
রোগীর স্বজনদের অভিযোগ, বেশির ভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ব্লাড ব্যাংক না থাকায় অস্ত্রোপচারের সময় রোগীর স্বজনদের ভোগান্তি পোহাতে হয়। প্রয়োজনের সময় রক্ত পেতে বেশ ঝামেলা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ব্লাড ব্যাংক শাখার প্রোগ্রাম ম্যানেজার ডা. শেখ দাউদ আদনান বলেন, ‘দেশের যেসব হাসপাতাল ও ক্লিনিকে অনুমোদিত ব্লাড ব্যাংক নেই, তারা অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে। আমরা চাচ্ছি বড় বড় হাসপাতাল ও ক্লিনিকগুলো ব্লাড ব্যাংকের আওতায় আসুক।’
ডা. আদনান আরো বলেন, ‘ভালো হাসপাতালগুলো ব্লাড ব্যাংক করলেই অবৈধ ব্লাড ব্যাংকগুলো দ্রুতই বন্ধ করা সম্ভব হবে। কারণ ভালো হাসপাতালগুলোতে ব্লাড ব্যাংক সেবা থাকলে মানুষ খারাপ জায়গায় যাবে না। ভালো ভালো ব্লাড ব্যাংকই রক্তের মান সম্পর্কে খুব সচেতন না। আর খারাপ বা অবৈধ প্রতিষ্ঠানগুলো ভালো মান রক্ষা করতে তা ভাবা একেবারেই বোকামি।’
এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক কাজী জাহাঙ্গীর বলেন, ‘যেসব হাসপাতালে অস্ত্রোপচার (অপারেশন) করা হয়, তাদের ব্লাড ব্যাংক অবশ্যই থাকতে হবে। আগামী মাসের ভেতরে আমরা ব্লাড ব্যাংক নেই এমন প্রতিষ্ঠানের তালিকা করব। পরে তাদের ব্লাড ব্যাংক সেবা নিশ্চিত করতে তাগাদা দেব।’