আগামী ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। এতে খেলার জন্য চারজন পাকিস্তানি ক্রিকেটারকে খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এই চার ক্রিকেটার হচ্ছেন বাবর আযম, ইমাদ ওয়াসিম, উসমান শেনওয়ারি ও রুম্মান রইস। এ চারজনই ভুগছেন ইনজুরি সমস্যায়। পুরোপুরি সেরে উঠতে আরও বেশ খানিকটা সময় লাগবে তাদের। তাতেও নামতে পারবেন না মাঠে।
খেলার অনুমতি পেতে হলে পিসিবির কাছে জমা দিতে হবে মেডিকেল ক্লিয়ারেন্স। চলতি বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তানের। ফলে দলটি রয়েছে টানা ক্রিকেটের মধ্যে। এর কারণে অনেক ক্রিকেটারই ইনজুরির শিকার হচ্ছেন।
এই চার ক্রিকেটার ছাড়াও আরও আট ক্রিকেটারকে আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে পিসিবির তরফ থেকে।
তারা হলেন অধিনায়ক সরফরাজ আহমেদ, হাসান আলী, মোহাম্মদ আমির, শাদাব খান, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ হাফিজ আর ফাখর জামান।
আগামী ১১ নভেম্বর থেকে মাঠে গড়াবে পাকিস্তান ন্যাশনাল টি-২০ কাপ। ওই আসর শুরুর আগ পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।