দেবহাটা প্রতিনিধি : দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথঃ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপলক্ষে এক অবহিতকরণ সভা সোমবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অবহিতকরন সভায় অন্যান্যের মধ্যে এসএমসির সদস্য সাংবাদিক কে.এম রেজাউল করিম, এসএমসির সদস্য সাংবাদিক আব্দুর রব লিটু, সহকারী শিক্ষক ইমরান হোসেন ও অভিভাবক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচনী মহড়া প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবছর ১৫ জানুয়ারি ২০১৮ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক।
দেবহাটা ঈদগাহ প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে অবহিতকরণ সভা
পূর্ববর্তী পোস্ট