বাংলাদেশের কাছে এটা স্রেফ একটা আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। ইতোমধ্যে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফলে তাদের এই ম্যাচ জয় বা পরাজয়ে তেমন কিছু যায় আসে না। কিন্তু জিম্বাবুয়ের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জেতা তাদের অনেকটাই এগিয়ে দেবে।
এমন ভিন্নমুখী দুই সমীকরণ নিয়ে আজ দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ত্রিদেশীয় টুর্নামেন্টের এই চতুর্থ ম্যাচটিও হবে দিবা-রাত্রির ম্যাচ।
জিম্বাবুয়ের জন্য সমীকরণটা একটু বেশি জটিল হয়ে গেছে সর্বশেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায়। বোনাস পয়েন্টসহ দুই ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে পরস্পরের বিপক্ষে পেয়েছে একটি করে জয়ে ৪টি করে পয়েন্ট। এখন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যে কোনো এক দল বাকি দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেলে তারা চলে যাবে ফাইনালে।
কিন্তু দুটি ম্যাচেই বাংলাদেশ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান; দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে রানরেটে। বাংলাদেশ দুই ম্যাচ হারলেও নেট রান রেটে ফাইনালিস্ট নির্ধারণ হবে। তবে কোনো দল বোনাস পয়েন্টসহ জিতলে তারা তখন সরাসরি ফাইনাল খেলবে।