প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ’২০১৭-১৮ এর সাউথ জোনের ফাইনাল খেলা সাতক্ষীরা জেলা বনাম বরিশাল জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৪০ ওভারে ০৪টি উইকেট হারিয়ে ১০৩ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৬ উইকেটে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাতক্ষীরা জেলা দলের আমিমুল ইসলাম। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন ওহেদুজ্জামান শামীম ও সাইফউদ্দিন আহমেদ মুকুল এবং স্কোরার ছিলেন কাজী মোঃ ফরহাদ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি ইঞ্জিঃ কবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস সাধারণ সম্পাদক এ. কে. এম আনিছুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাজেক্রীস নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, মোঃ রুহুল আমিন, মীর তাজুল ইসলাম রিপন, মির্জা মনিরুজ্জামান কাকন, বিসিবি সিলেক্টর মোঃ নজরুল ইসলাম গোফরান, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অ-১৬ ক্রিকেট ভেন্যু ম্যানেজার ও সাজেক্রীস নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল। সাতক্ষীরা অ-১৬ ক্রিকেট দলের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন কাজী কামরুজ্জামান ও প্রশিক্ষক ছিলেন জি.এম সাইফুল ইসলাম বাপ্পি।
অনূর্ধ্ব ’১৬ জাতীয় ক্রিকেটের ফাইনালে সাতক্ষীরা ৬ উইকেটে জয়ী
পূর্ববর্তী পোস্ট