কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান কর্মস্থলে দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার সভকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই কর্মস্থলে সুনামের সাথে দুই বছর কর্মরত থাকায় কেক কাটার মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ও সাংবাদিকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনঞ্জু মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা এমএ ওয়াজেদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহীম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাহী কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি অর্জন করেন। এছাড়া উপজেলা পরিষদ জামে মসজিদকে আধুনিকায়ন, ল্যাবরেটরি স্কুলের দ্বিতল ভবন নিমার্ণ, এমজেএফ বিশেষ প্রতিবন্ধি স্কুল সরকারি করণের যাবতীয় কার্যক্রম, অফিসার্স কল্যাণ ক্লাব ও প্রেসক্লাবকে আধুনিকায়নে সর্বত্তক সহযোগিতা, উপজেলা সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ভূমিকাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রেখেছেন।