জাহাঙ্গীর আলম লিটন কলারোয়া,প্রতিনিধি ঃ- কলারোয়ায় উপজেলার উদ্দগে ৫২’র ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও উপজেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে শহীদ মিনারে পুষ্পমাল্য নিবেদনের মধ্য দিয়ে উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১’র প্রথম প্রহরে ১২টা ১মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্বাধীনতার পাদদেশে খালি পায়ে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, যোদ্ধকালিন কমান্ডার আব্দুল গফ্ফার উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাবা মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ কলারোয়া উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, চেয়ারম্যান হাবিল হোসেন, নুরুল ইসলাম সাবেক চেয়ারম্যান ভুট্রো লাল গাইন, অধ্যাপক আবুল কালাম সহ একে একে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুস্পমালা অর্পন করেন।