ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে ভারতকে হারাল অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে প্রথমে ব্যাট করে ভারত পাঁচ উইকেটে ১৫২ রান করে। ভারতের পক্ষে স্মৃতি মান্ধানা সাতষট্টি রান করেন। জবাবে এগারো বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া চার উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে নেয়।

