নিজস্ব প্রতিবেদক : শিক্ষানবিশ আইনজীবীদের পরিচয়পত্র ও টাই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় জেলা আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম. শাহ আলম। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি এড. ওসমান গনির সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এড. আবুল হোসেন (২), সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজাওয়ান উল্লাহ সুবজ। এসময় উপস্থিত ছিলেন কার্যকারী কমিটির সহ-সভাপতি এড. একিউএম কুদরত-ই- মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর কবির, কোষাধ্যক্ষ মোস্তফা জামান, সহ-সম্পাদক ক্রীড়া সালাউদ্দীন, সহ-সম্পাদক লাইব্রেরী মোঃ রফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম (৩), মোঃ সাহেদুজ্জামান সাহেদ, সাইদুজ্জামান জিকো প্রমুখ। এসময় বক্তারা বলেন, আইন পেশা একটি সম্মানজনক পেশা। আইনজীবীদের আচার-ব্যবহার হবে অন্যদের থেকে আলাদা। সে ভাবেই সিনিয়র আইনজীবীদের সম্মান প্রদর্শন পূর্বক সঠিক ভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সাতক্ষীরায় শিক্ষানবিশ আইনজীবীদের পরিচয়পত্র ও টাই বিতরণ
পূর্ববর্তী পোস্ট