কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে জোর করে বাল্য বিবাহ দেওয়ায় অপরাধে সেই ছাত্রীর মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুশোডাঙ্গা ইউপি’র ধানঘোড়া গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা নিবার্হী অফিস সূত্রে জানা যায় যে, ধানঘোড়া মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের নজরুল ইসলামের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ফারহানা খাতুন (১৫) কে তার মা জাহিদা খাতুন জোর করে মেয়ের অমতে বাল্য বিবাহ দেওয়ার জন্যে দিনক্ষণ ঠিক করে। মেয়ে বিয়েতে রাজি না হওয়ায় সে উপজেলা নিবার্হী অফিসারকে জানায়। খবর পেয়ে নিবার্হী অফিসার উত্তম কুমার রায় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ছাত্রী ফারহানাকে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে তা মা জাহিদা খাতুনকে ৫শ টাকা জরিমানা করে এবং বাল্য বিবাহ বন্ধ করে দেয়। এসম উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউপি’র চেয়ারম্যান আসলাম খান, একটি বাড়ি একটি খামারের সম্বয়কারী আনারুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী এম এ মান্নান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট