চাকরি ডেস্ক: র্যাক এন্টারপ্রাইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড’ পদে শুধু নারীদের নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে। পাসপোর্ট মাপের ছবি ও জীবনবৃত্তান্তসহ আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্র্যাক হিউম্যান রিসোর্স ডিভিশন, ব্র্যাক সেন্টার (পঞ্চম ফ্লোর), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও ‘ইএন-৫৮১০১৬’ উল্লেখ করতে হবে। আবেদন পাঠানো যাবে ২৪ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
পূর্ববর্তী পোস্ট