নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কাজীরহাট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ মে) সকালে কলেজ চত্বরে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
সেখানে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নতুন ভবন নির্মান করা হচ্ছে।
পরে কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘বর্তমান শিক্ষাবান্ধব সরকার উন্নয়ন আর সমৃদ্ধিতে বিশ্বাসী। শিক্ষার গুণগত মনোন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের ভূমিকা ব্যাপক।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- প্রকৌশলী তানভির আহম্মেদ, ঠিকাদার দিলিপ কুমার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, স্থানীয় কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, অধ্যক্ষ এসএম শহীদুল আলম, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া নিউজ’র স্টাফ রিপোর্টার সহকারী অধ্যাপক কামরুন্নাহার বেবী প্রমুখ।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইদ্রিস আলী ও প্রভাষক ইসমাইল হোসেন।
পূর্ববর্তী পোস্ট