আন্তর্জাতিক ডেস্ক: মাসখানেকের বেশি সময় ধরে কোনো খোঁজ নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। এরপর নানা কথা। সন্দেহের ডালপালা মেলে বিন সালমান গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু সেই জল্পনার ইতি ঘটাতে চাইছেন সৌদি কর্তৃপক্ষ। তাই যুবরাজ সালমানকে নিয়ে একটি ভিডিও প্রচার করেছে দেশটি।
মার্কিন টেলিভিশন সিএনএনকে দেয়া সৌদি আরবের ওই ভিডিওতে দেখা যায়, ২৯ মে জেদ্দায় অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক একটি বৈঠকে সভাপতিত্ব করছেন মোহাম্মদ বিন সালমান।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ওই বৈঠকের ভিডিও সম্প্রচার করেছে। কিন্তু ভিডিওটি কখন, কোথায় করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সিএনএন।
গত ২১ এপ্রিল রিয়াদে রাজকীয় প্রাসাদের কাছে বন্দুকযুদ্ধের ঘটনার পর সৌদি যুবরাজের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।
প্রিন্স মোহাম্মদের নিহত হওয়ার গুজবের পর একের পর এক ছবি প্রকাশ করা হয়। এর মধ্যে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন তিনি।