নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল পরিচালিত রোভার স্কাউটিং শতবর্ষ উপলক্ষে দেশব্যাপি একযোগে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলা রোভারের পক্ষ থেকে বিভিন্ন কলেজের রোভার ও গার্লস ইন রোভারদের মধ্যে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা বন বিভাগ চত্বরে অনুষ্ঠিত কর্মসুচিতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, জেলা রোভারের কমিশনার এএসএম আব্দুর রশিদ, সম্পাদক এএসএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ সাবেক অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক। এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের এর এস এল, স্কাউট এবং রোভার ও গার্লস ইন রোভার উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অনেক বেশী। সেকারণে সকলকে বেশী বেশী গাছ লাগাতে এবং গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
সাতক্ষীরা জেলা রোভারের গাছের চারা বিতরণ
পূর্ববর্তী পোস্ট