নিজস্ব প্রতিবেদক : দিল্লীতে দক্ষিণ -পূর্ব এশীয় এমপি’দের সম্মেলনে বাংলাদেশের পক্ষে “Nursing Care for Early Childhood ” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডা: রুহুল হক এমপি। শুক্রবার সকাল ৯টায় ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত নারী-শিশু ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে গঠিত কমিটির সম্মেলনে তিনি এ প্রবন্ধ উপস্থাপন করেন।
এসময় তিনি নারী, শিশু ও কিশোরী স্বাস্থ্যসেবায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে বলেন,”শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নারী, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। যার ফলে দক্ষিণ -পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে এসব ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সার্ফল্য অর্জন করেছে।
এই সম্মেলনে ভারত, ইন্দোনেশিয়া,মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড,সিঙ্গাপুর, শ্রীলংকা, মালদ্বীপ, মিয়ানমার সহ দক্ষিণ -পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন সংসদ সদস্য অংশগ্রহণ করছেন।
অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ছাড়াও বাংলাদেশ প্রতিনিধিদল থেকে অন্যান্য সদস্যগণ হলেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী ড: মো: আব্দুর রাজ্জাক এমপি,আইপিইউ এর সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি ও সিরাজগঞ্জ -পাবনার সংরক্ষিত মহিলা আসনের সেলিনা বেগম স্বপ্না এমপি।
উল্লেখ্য ভারতের রাজধানী নয়াদিল্লীর হোটেল তাজ ইন্টারন্যাশনালে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নারী-শিশু ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে গঠিত কমিটির সম্মেলন।
দিল্লীতে দক্ষিণ -পূর্ব এশীয় এমপি’দের সম্মেলনে ডা: রুহুল হক এমপি’র প্রবন্ধ উপস্থাপন
পূর্ববর্তী পোস্ট